কুমিল্লা-চাঁদপুর সড়কে চট্টগাম থেকে চাঁদপুরগামী যাত্রাবাহী একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহত দু’জনের মধ্যে একজন নারী, অপরজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
কুমিল্লা-চাঁদপুর সড়কের বাশপুর এলাকায় সোমবার দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেন্ট ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৮