সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকা থেকে আজ সকালে রুমা আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। রুমা খুলনা জেলার হোমনা থানার হানিফ মিয়ার মেয়ে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার