অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার মামলায় জিয়াউর রহমান নামে রায়পুরা থানার এক এসআইকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সেই স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। নরসিংদীর রায়পুরার নিলক্ষা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
অভিযোগে বলা হয়, সম্প্রতি রায়পুরার নিলক্ষার চরে গ্রাম্য দাঙ্গা সৃষ্টি হবার পর এসআই জিয়াউর রহমানকে সেখানে স্থাপিত পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রদান করা হয়। সেখানে ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী পারভীনের সঙ্গে তার পরিচয় হয়।
এসআই জিয়াউর প্রথমে তাকে ভয়ভীতি প্রদর্শন করে তার সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। পুলিশ কর্মকর্তা বলে পারভীন ভয়ভীতি উপেক্ষা করতে পারেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে, ওই এসআই পারভীনকে নিয়ে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করে। বিয়ের পর তারা নরসিংদী শহরের বানিয়াছল মহল্লার একটি বাড়িতে বসবাস করছিল।
এ অবস্থায় পারভীনের স্বামী মানিক মিয়া নরসিংদীর জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করে। আদালত ওই এসআইর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে নরসিংদীর ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ তাকে রায়পুরা কর্মস্থল থেকে নরসিংদী পুলিশ লাইনে ক্লোজড করে। পরে সোমবার পারভীন বেগমসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম