পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে সোমবার গভীর রাতে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ওমর ফারুককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর থানার পুরাতন সাতক্ষীরার মো. আব্দুল্লাহের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সরকারি গাছ ও রাস্তা কাটা, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম