হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজিত সূত্রধর (২৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত অজিত ওই গ্রামের অরবিন্দু সূত্রধরের ছেলে।
অজিতের ছোট ভাই শান্ত সূত্রধর জানান, আজ সকালে অজিত তার কক্ষে বিদ্যুতের একটি নষ্ট সুইচ মেরামত করতে যান। এসময় তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম