চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ট্যাক্স সংক্রান্ত সকল তথ্য প্রকাশ, পানির বিল প্রত্যাহার ও অযৌক্তিকভাবে বৃদ্ধি করা পৌর কর পুনঃনির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের ফুড অফিস মোড় থেকে পৌর এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটির ব্যানারে সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনিরসহ অন্যরা।
বক্তারা অবিলম্বে, অস্বাভাবিক ও অযৌক্তিকহারে বৃদ্ধি করা পৌর ট্যাক্স পুনঃনির্ধারণসহ অনান্য দাবিগুলো মেনে নিয়ে পৌর নাগরিকদের সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান। অন্যথায় আগামী ২৯ ডিসেম্বর শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে সমাবেশের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণার হুশিয়ারি প্রদান করা হয়। সমাবেশ শেষে পৌর মেয়র বরাবর একটি স্মারকলিপিও দেয়া হয়।
প্রসঙ্গত, অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি দীর্ঘ ৩ মাস থেকে দাবিগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে আসছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব