পাবনার ঈশ্বরদীতে পারিবারিক কলহের জেরে কীটনাশক খেয়ে মবি খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার গভীর রাতে উপজেলার পাকশী বাবুপাড়া রেলকলোনীতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী আব্দুর রাজ্জাক ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক।
স্থানীয়রা জানান, রাতে মবি খাতুন কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানা পুলিশের এএসআই ইমতিয়াজ আলম তালুকদার জানান, ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম