ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানায়, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মোট্রা ব-১১ ৫১১৯) সোমবার সন্ধায় রংপুর থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার সকালে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা কমবেশি আহত হন। খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন।
দুর্ঘটনার পর মহাসড়কের উপর গাড়ি রেখে চালকরা ঘুমিয়ে পড়ায় উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে থানা ও হাইওয়ে পুলিশ গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়া চালকদের জাগিয়ে তুলে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম