ময়মনসিংহে এক মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের ঘটনায় ত্রিশালের জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ময়মনসিংহ জেলা জজ কোর্ট। আজ দুপুরে ৩ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়ল ম্যাজিস্ট্রেট হাফিজ আজাদ এ আদেশ জারি করেন। গত ৪মার্চ এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন নিহত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে লোকমান হাকিম। ময়মনসিংহ জেলা জজ কোর্টের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৭৪ সালের ২৭ নভেম্বর ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আ. মজিদকে সাবেক এমপি ও আহমদাবাদ রাজাকার ক্যাম্পের কমান্ডার আনিসুর রহমান মানিকের নেতৃত্বে কতিপয় ব্যাক্তি প্রকাশ্যে নির্যাতন করে এবং পরে ১৫/২০টি গুলি করে হত্যা করে। দীর্ঘ ৪২ বছর পর ওই মুক্তিযোদ্ধার ছেলে লোকমান হাকিম বাদী হয়ে চলতি বছরের ৪মার্চ ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নং আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। পরে আদালতের বিজ্ঞ বিচারক হাফিজ আজাদ আজ দুপুরে মামলার আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, সামছুল হক বাচ্চু, মোখলেছুর রহমান মুকুল, আদিল সরকার, মাওলানা মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান রতন, হাছেন আলী খা, নাজিম উদ্দিন মেম্বার, মুকুল মাস্টার, আব্দুল করিম মাস্টার, তৌহিদুর রহমান কোহিনুর, বাদশা বেপারী, দুদু বেপারী, মজিবর রহমান, সামছুল হক ফকির, সুরুজ আলী ও খাদেম আলী।
বিডি প্রতিদিন/এ মজুমদার