বগুড়া জেলা শহরের আশেপাশেসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জুয়া ও মাদকের আখড়া বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বগুড়া জেলা যুবলীগ।
মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসক বরাবর দেয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অভিজিৎ রায়।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, বগুড়া শহর, শহরতলীসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মেলা, ইনডোর গেমসের আয়োজন করা হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের জুয়া, হাউজি, লটারী, অশ্লীল নৃত্যসহ মাদকের আসর গড়ে তোলা হচ্ছে। বাঙালী সংস্কৃতি লালন ও বিকাশের লক্ষে মেলার আয়োজনের সাথে জেলা যুবলীগ সর্বদা একমত। কিন্তু সেই মেলার নামে জুয়ার আসর, লটারীর নামে জনগণের পকেট কাটা, নগ্ননৃত্য এবং রাত ভর মাদকের আসর গড়ে তোলা হয়। তবে জেলা যুবলীগ সেই অপকর্ম প্রতিহত করতে বদ্ধপরিকর। এসব বন্ধে জেলা যুবলীগ বগুড়ার যুবসমাজসহ শান্তিপ্রিয় বগুড়াবাসীকে সাথে নিয়ে মাঠে নামতে প্রস্তুত রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার পরবর্তীতে সমৃদ্ধ দেশ গঠনের লক্ষে মদ জুয়া হাউজি নিষিদ্ধ করেছিলেন। তাই কখনোই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যুবলীগের নেতাকর্মীরা ঐসব অপকর্মকে বরদাস্ত করবে না।
স্মারকলিপিতে জেলা শহরের আশেপাশেসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মেলার নামে লটারী, ডাবু, চরকি, হাউজি, ওয়ানটেন, চরচরি, বউ, বেলপার্টি, ঘিন্নিসহ বিভিন্ন নামে জুয়া, নগ্ননৃত্য ও মাদকের আখড়া অবিলম্বে বন্ধ করার জন্য আহবান জানানো হয়েছে। অন্যথায় বগুড়া জেলা যুবলীগের পক্ষ থেকে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, জেলা যুবলীগনেতা আনোয়ার পারভেজ রুবন, খালেকুজ্জামান রাজা, আহম্মেদ কবির মিন্টু, আব্দুর রাশেদ শিবলু, নাছিরুজ্জামান টিটো, সাজেদুর রহমান সিজু, ফজলে রাব্বি মিথুন, কাউন্সিলর মোস্তাকিম রহমান প্রমুখ।