বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের বাঘোপাড়া পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহাস্থান থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা বগুড়ার দিকে আসছিল। এসময় রংপুর গামী একটি বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার ৩ যাত্রী নিহত এবং আরো ২ জন আহত হন
নিহতরা হলেন, বগুড়া সদরের দক্ষিণ ফুলবাড়ি এলাকার আব্দুল আলিমের পুত্র আশিক (২৫), ধাওয়া কোলা গ্রামের পরিমলের পুত্র তপু (২৪) ও শিবগঞ্জ উপজেলার মহাস্থানের ঝিনুকের পুত্র আব্দুর রহিম(২২)। আহত ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।