কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ট্রলারে ডাকাতিকালে নান্টু নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ট্রলারের আরও পাঁচযাত্রী আহত ও নদীতে পড়ে নুরুল আলম নামে একজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের কাটাখাল নদীতে এ ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, ডাকাতরা ট্রলারের যাত্রীদের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকা লুট করেছে নিয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান ও এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।