গাইবান্ধায় আজ বুধবার ভোর থেকে জেলা মোটর-মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংক ও লড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদুর রহমান মিটুর উপর হামলা ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
ধর্মঘটের কারণে জেলা শহর থেকে কোনো রুটে যান চলাচল করছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছে জেলার যাত্রী সাধারণ। এছাড়া মালবাহী ট্রাক ও পিকআপ না পেয়ে জেলা শহরে আসা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।
এর আগে, ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ১৭ ডিসেম্বর ভোর ছয়টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।
জেলা ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, মালিক সমিতির নেতার উপর হামলা ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।
প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর বিকেলে গাইবান্ধা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল ও সাধারণ সভায় সদস্যদের কথা বলতে না দেওয়ার জের ধরে কয়েক দফায় সংঘর্ষ, অফিস ও কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর-মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
বিডি প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম