নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার জানান, আজ সকালে স্থানীয়রা পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে একটি বাইসাইকেল, বাংলা মদের বোতল ও রাজমিস্ত্রির কাজের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, নিহত ওই যুবক রাজমিস্ত্রির কাজ করতেন এবং রাতে মদ পান করে বাইসাইকেলে করে ফেরার পথে রাস্তার পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। যোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম