দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা, ৩৬ লিটার চোলাই মদ, ৪শ’ গ্রাম গাঁজা, ৩৬ বোতল ফেনসিডিল, পাঁচ গ্রাম হেরোইন ও ৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মোহাম্মদ ফেরদৌস আহমেদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তাদের দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম