সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন আসামিকে গ্রেফতার এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপপরিদর্শক কুমকুম হোসেন জানান, সদর থানা পুলিশ ১৪ জন, কলারোয়ায় ৫ জন, কালিগঞ্জে ৬ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনি ২ জন, দেবহাটা ২ জন ও পাটকেলঘাটা ১ আসামিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এছাড়া দেবহাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম