কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী ৭টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত টেকনাফ সীমান্তের নাফনদীর ৩টি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাবাহী নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালালে তাদের ফেরত পাঠানো হয়।
টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল খায়ের জানান, নাফনদীর তিনটি পয়েন্ট দিয়ে ৭টি নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ