নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাকচাপায় আবু কালাম (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার কল্যান্দীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম উপজেলার উচিতপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের মোজাম্মেলের হকের ছেলে ও সরকারি সফর আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পল্লী বিদ্যুৎ অফিসে অস্থায়ী নিয়োগে চাকরি করতেন বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সকালে কালাম মোটরসাইকেলযোগে গোপালদী পল্লী বিদ্যুৎ অফিসে যাচ্ছিলেন। এসময় কল্যান্দীর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ২১ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম