ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী গ্রামে গাছ ব্যবসায়ী এসকেন সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত এসকেন জয়কালী গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে। বুধবার সকালে এসকেনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এসকেন বিভিন্ন স্থান থেকে গাছ কিনে খড়ি বানিয়ে তা বাজারে বিক্রি করতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসনিনি। বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী মাঠে এসকেনের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। টাকা পয়সা নিয়ে এসকেনের সাথে কারো বিরোধ ছিল কিনা তা তারা জানাতে পারেননি। এসকেন নিয়মিত জুয়া খেলতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, এসকেনকে মাথা ও শরীরে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ