ফেনীতে দেয়ালের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম সজিব নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের পূর্ব উকিল পাড়ায় এ ঘটনা ঘটে।
সজিব লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রিক্সাচালক দেলোয়ার হোসেনের ছেলে। তারা ফেনী শহরের ওই এলাকায় বাসা ভাড়া করে থাকতো।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সজিব বাসার পাশে চলাফেরা করার সময় আগে থেকে অর্ধভঙ্গুর হয়ে ঝুলে থাকা একটি সীমানা প্রাচীর তার গায়ের ওপর পড়লে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ