আশুলিয়া শিল্পাঞ্চলে মঙ্গলবার থেকে ৫৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আজ আরও চারটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। এদিকে একসাথে ৫৯টি কারখানা বন্ধের ঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বুধবার ভোর থেকেই পুরো এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। জলকামান, রায়ট ভ্যানসহ দাঙ্গা দমনে সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ। বাসাবাড়ি ছেড়ে শ্রমিকদের কেউ যাতে সড়কে অবস্থান নিতে না পারে, তা নিশ্চিত করতে সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
উল্লেখ্য, পোশাক কারখানার ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি আদায়ে গত ১০ দিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন শ্রমিকরা। এর জের ধরেই গত রাতে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল