দলের সিদ্ধান্ত উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি'র দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। বহিষ্কৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল হক এবং মোবারকপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. তোহিদুর রহমান।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম দোলন স্বাক্ষরিত বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, দলের শৃংখলা ভঙ্গ করে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি'র সাবেক নেতা ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদের নাম প্রস্তাব করেন জেলা বিএনপির সদস্য মো. আশরাফুল হক এবং সমর্থন করেন মো. তোহিদুর রহমান। এ ঘটনায় তাদের ইতিপূর্বে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু তারা নোটিশের কোন জবাব না দেয়ায় কেন্দ্রীয় বিএনপি'র সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় শৃংখলা ভঙ্গ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র সদস্যপদসহ সকল সদস্য পদ থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম দোলন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ