বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে 'ফরচুন ট্যুর ডি বাংলাদেশ' সাইক্লিং প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে দ্বিতীয় পর্বে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ার পয়সারহাট হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত ৯৫ কিলোমিটার সড়কে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন সাইক্লিষ্ট অংশ নেন।
এ পর্বে বিজিবির রিপন কুমার বিশ্বাস ২ ঘন্টা ৪০ মিনিটে এই পথ অতিক্রম করে প্রথম হন। দ্বিতীয় হন সেনাবাহিনীর আলমগীর হোসেন। তৃতীয় হয়েছেন বিজিবির সিরাজুল ইসলাম। এই সাইক্লিং প্রতিযোগিতা দেখতে রাস্তার দুই পাশে অসংখ্য দর্শক ভিড় জমায়।
পরে বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধের প্রধান ফটকের সামনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম ইমতিয়াজ খান বাবুল উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ