লক্ষ্মীপুর সরকারি কলেজে অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগে অধ্যক্ষের কক্ষ ভাংচুর করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভের এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষের দরজা জানালা ভাংচুর করে বিক্ষুব্ধরা।
এব্যাপারে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সোলায়মান অনিয়ম অব্যবস্থাপনার বিষয় অস্বীকার করে মুঠোফোনে জানান, ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তির্ণ হতে পারেননি এবং তারা সম্পুরক পরীক্ষায়ও অংশ নেননি এমন শিক্ষার্থীরা মন্ত্রাণালয়ের পরিপত্র অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এসব শিক্ষার্থীরা হঠাৎ দরজা জানালা ভাংচুর করে।