জুতার ভেতরে করে ৪০ভরি চারটি স্বর্ণের বার পাচারকালে গোলাম রব্বানী (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বিজিবি।
বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া বিজিবি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত যুবক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
২০ ব্যাটালিয়নের বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া ও আইসপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানায়, সকাল ১১টার দিকে রব্বানী বিরামপুর থেকে মোটরসাইকেলে চড়ে হিলি সীমান্তের দিকে আসছিলো। এসময় তিনি বড়চড়া বিজিবি চেকপোস্টের কাছে আসলে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। পরে তার জুতার ভেতর থেকে ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। ৪৫ হাজার টাকা দরে যার আনুমানিক মুল্য ১৮ লাখ টাকা।
এব্যাপারে তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হবে বলে জানায় বিজিবি। ২০ ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সতত্যা স্বীকার করেন।