চুয়াডাঙ্গার দামুড়হুদার চারটি সীমান্তে পৃথক চারটি পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। সীমান্তে সব ধরনের অপরাধ প্রবণতা কমানোর জন্য এসব বৈঠকের আয়োজন করা হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদার সুলতানপুর বিওপির আওতাধীন ৭৮ মেইন পিলারের কাছে সুলতানপুর নদীর তীরে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে। এ বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন সুলতানপুর বিওপি কমান্ডার তোতা মিয়া। বিএসএফের পক্ষে ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই এলএস চাহুয়ান।
একই সময়ে জগন্নাথপুর বিওপির আওতাধীন বেলতলা সীমান্তে পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। এ বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন জগন্নাথপুর বিওপি কমান্ডার সুবেদার মনিরুল ইসলাম। বিএসএফের পক্ষে ছিলেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রতনা রাম।
দামুড়হুদার তালতলা শ্বশানঘাটে সকাল ১১টায় আরও একটি বৈঠক করে বিজিবি ও বিএসএফ। এতে বিজিবির পক্ষে ছিলেন নাজিরাকোটা বিওপি কমান্ডার হাবিলদার আব্দুর রহমান। বিএসএফের পক্ষে ছিলেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এসআই আরকে বর্মন। সকাল সাড়ে ১০টায় বড় বলদিয়া গ্রামের বৈঠকে বিজিবির পক্ষে ছিলেন মদনা কোম্পানি কমান্ডার সুবেদার শফিউল আলম। বিএসএফের পক্ষে ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রওশন লাল।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল