কুমিল্লার চৌদ্দগ্রামের সাতঘড়িয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু মোটাতাজাকরণের অবৈধ ৩০ হাজার স্টেরয়েড ট্যাবেলট উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ট্যাবলেটগুলো কুমিল্লা কাস্টমসে জমা করা হয়।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতঘড়িয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৩০ হাজার অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল