টাঙ্গাইলের ঘাটাইলে বাস চাপায় আব্দুস ছামাদ (৮৫ ) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বিকেলে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ছামাদের বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের হাতিবর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গ ছেড়ে থেকে আসা ময়মনসিংহগামী একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-০১৩৭) বুধবার বিকাল চারটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এক বৃদ্ধকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল