সরকারি কাজে বাধা দেয়া ও কর্মকর্তাদের হুমকির মামলায় কুমিল্লার জেলার মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ।
পুলিশ জানায়, মেঘনা উপজেলার মানিকাচর ইউনিনের করিমাবাদ গ্রামে ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ বন্ধ করে দেন মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। খবর পেয়ে গত ১৯ ডিসেম্বর ওই ব্রিজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমী ও অন্যান্য কর্মকর্তারা। এ সময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের হুমকি প্রদান করেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী অনিল সিংহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মেঘনা থানার ওসি এএসএম শামসুদ্দিন জানান, সরকারি কাজে বাধা ও কর্মকর্তা-কর্মচারীদের হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় ওই ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমী বলেন, সরকারি কাজে বাধা এবং আমার সাথে অসৌজন্য মূলক আচরণ করার কারণে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।