বাগেরহাটের শরণখোলায় মায়া আক্তার (৯) নামে এক শিশুকে তার সৎ বাবা ধর্ষণ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের ধান ক্ষেত থেকে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ওই গ্রামের ফজলু হাওলাদারের ছেলে আলামীন হাওলাদার (৩০) নামের ওই সৎ বাবাকে আটক করেছে। নিহত মায়া আক্তার উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
নিহত শিশুটির নানা দুলাল হাওলাদার জানান, মায়া আক্তার মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ সন্দেহজনকভাবে আলামীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।
শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, এদিন বিকেলে সৎ বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মায়াকে চানাচুরের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাওয়ানোর কথা স্বীকার করে। কিন্তু ধর্ষণের পর হত্যার বিষয়টি অস্বীকার করে। তবে লাশের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে এসিফিন নামের একটি ইনজেকশনের বোতল পাওয়া যায়। এ ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। নিহত শিশুটির মায়ের নাম জোছনা আক্তার পুতুল। দেড় মাস আগে আলামীনের সাথে তার বিয়ে হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ