২০১৭ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উড়বে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া ইউনিয়নের ছেফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির উদ্যোগে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার উচ্চ বিদ্যালয়গুলোতে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপনের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে অনুকরণীয় হবো। সারা বিশ্ব আমাদের অনুসরণ করবে।
ছেফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ বি মুসস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারন সম্পাদক মো. কুদরত আলী প্রমুখ।
অনুষ্ঠানে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার উচ্চ বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে একটি করে ট্যাব তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ