কুষ্টিয়ার মিরপুরে বুধবার রাত সোয়া ১১টার দিকে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনের অদূরে ‘রকেট এক্সপ্রেস; ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে।'
ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ লাগতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি।
বিডি প্রতিদিন/ ২২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম