কুষ্টিয়ার মিরপুরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করায় নয় ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকা ও রাজশাহীর রেল যোগাযোগ ফের শুরু হয়েছে। ট্রেনটি লাইনে তোলার পর বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় রেল যোগাযোগ শুরু হয়।
পোড়াদহ রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, বুধবার রাত সোয়া ১১টার দিকে পোড়াদহ রেল স্টেশনের অদূরে রকেট এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। রাত দেড়টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় ট্রেনটি লাইনে তোলে। এরপর আবার রেল যোগাযোগ শুরু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ