ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার একটি ইট ভাটা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, আজ সকালে ভাটায় শ্রমিকেরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কাছ থেকে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম