কুমিল্লার চৌদ্দগ্রামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জসিম উদ্দিন নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় শিশুর পিতা আবদুল খালেক বাদি হয়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বখাটেকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বখাটে জসিম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, আট বছর বয়সী শিশুটি স্থানীয় আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বখাটে জসিম একই বাড়ির শিশুটিকে বাড়ির পাশের মুরগীর ফার্ম দেখানের কথা বলে গত শনিবার দুপুরে সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না বলতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে আবারও একই কায়দায় মঙ্গলবার দুপুরে মুরগীর ফার্মে নিয়ে ধর্ষণ শেষে শিশুটিকে বাড়ির দিকে পাঠিয়ে দেয়।
শিশুটি কান্নাকাটি করে পিতা-মাতাকে বিষয়টি জানায়। এঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ বখাটে জসিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক জানান, বখাটে জসিমকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৬/হিমেল