লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহীন (১৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর সিএনজি চালক কাউছার (২২) ও সুমন (৩৪) নামে ১ যাত্রী গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার হায়দরগঞ্জ-উদমারা-রায়পুর আঞ্চলিক সড়কের ছয়বাড়িয়া রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পরে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক কাউছারকে নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। নিহত শাহীন দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের পাটওয়ারী বাড়ির মৃত মোখলেছুর রহমান পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর থেকে যাত্রী নিয়ে হায়দরগঞ্জে আসার পথে ছয়বাড়িয়া নামক জায়গায় আসলে হায়দরগঞ্জ থেকে রায়পুরগামী একটি দ্রুতগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক শাহীন নিহত হন। অপর সিএনজি চালকসহ এক যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে সিএনজি চালক কাউছারের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পুলিশ সিএনজি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৬/হিমেল