বিপুল সংখ্যক ভারতীয় পণ্যসহ বগুড়ায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ী এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য তিন লাখ ৪৬ হাজার টাকা। আটক হওয়া ওই নারীর নাম বেলো (৪০)। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানার পারইলে।
এ বিষয়ে বগুড়া জেলার সদর থানায় একটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা