কুমিল্লার চৌদ্দগ্রামে মোঃ ইয়াছিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়াছিন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের আবদুল মতিনের পুত্র।
চৌদ্দগ্রাম থানার এসআই মকবুল হোসেন জানান, খবর পেয়ে ইয়াছিনের (৩০) লাশটি উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনাটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।