চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে দ্বিখন্ডিত হয়ে সোহানা খাতুন নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহানা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের সুবারক হোসেনের মেয়ে। সে মেহেরপুরে নানীর বাড়ি থেকে বাবা-মায়ের সাথে চুয়াডাঙ্গায় নিজেদের বাড়ি ফিরছিল।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার