টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় টিভি সিরিয়াল দেখা নিয়ে সুমি আক্তারকে (২২) পিটিয়ে হত্যা করেছে একই বাসার ভাড়াটিয়া রিনা বেগম।আজ বিকেলে কলেজপাড়া ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীমের বাসায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাহাদিপুর গ্রামের লিটু সরকারের স্ত্রী।
টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, বিকেলে কাউন্সিলর শামীমের বাসার ভাড়াটিয়া শাহাজাদির ঘরে টিভি দেখতে যায় পাশের বাড়ির ভাড়াটিয়া সুমি আক্তার ও রিনা বেগম। এ সময় দুই জনের মধ্যে ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে দুই জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সুমিকে পিটিয়ে গুরুতর আহত করে রিনা। পুরে গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনার জড়িত রিনা বেগমকে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার