জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে পিতার ওপর হামলার দায়ে পুত্রকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামের আজিজ ভূঁইয়া বাড়ির সিদ্দিক আহেমদ ভূঁইয়ার ছেলে ইসমাইল হোসেন পিন্টু ভূঁইয়ার (৩৫) জমিন নিয়ে বিরোধের জেরে পিতার ওপর পুত্র সংঘবন্ধ হয়ে হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে তার চাচা কবির ভূঁইয়া এগিয়ে এলে সে তার উপরও হামলা চালাতে যায়। পরে তার পিতা ও চাচাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ তাকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সালের কাছে নিয়ে গেলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পিন্টুকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী কর্মকতা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২২ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ