কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী বাজারে আজ শুক্রবার ভোরে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
বাজারের ব্যবসায়ী চাঁন মিয়া জানান, আলাউদ্দিনের মুদি দোকানের মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাথে সাথে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে চাঁন মিয়ার মুদি দোকানসহ দুটি মুদি দোকান, একটি ওষুধের ফার্মেসী ও একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে।
ব্যবসায়ী ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম