আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক এমপি বলেছেন, দুস্থ ও অসহায় মানুষের জন্যই শেখ হাসিনা রাজনীতি করেন। তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের রাজনীতি।
আজ শনিবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ঢালীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রুদ্রকর ইউনিয়নের ৩৬০টি দুস্থ ও অসহায় পরিবারকে একটি করে কম্বল দেয়া হয়।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার ৪৬৮টি কম্বল বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম