শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে দুর্দান্ত এক জয়ে সিরিজে সমতায় ফিরলো জিম্বাবুয়ে। হারারেতে শনিবার ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। লঙ্কানদের ৮০ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচ জিতে নিয়েছে তারা ৩৪ বল বাকি থাকতে।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় শ্রীলঙ্কা। দলটিকে অল্প রানে গুটিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাজা। ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন তিনি। দলীয় ৪ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি। ২ উইকেট নেওয়া মুজারাবানির সঙ্গে পরে উইকেট উদযাপনে যোগ দেন ব্র্যাড ইভান্স ও রাজা।
ইভান্সের পেসের সঙ্গে নিজের ঘূর্ণির মিশ্রণ ঘটিয়ে শ্রীলঙ্কাকে ৮০ রানে অলআউট করেন রাজা। যা সংক্ষিপ্ত সংস্করণে দলটির দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৭৭ রানে অল আউট হয়েছিল লংকানরা। রাজার পাশাপাশি ইভান্সও ৩ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন কামিল মিশরা।
ছোট্ট লক্ষ্য তাড়াতেও একটা সময় ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ে। যদিও ওপেনিংয়ে ২০ রানের জুটি গড়ে সহজ জয়ের ইঙ্গিত দিয়েছিলেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানশে মারুমানি। তবে মারুমানি ব্যক্তিগত ১৭ রানে আউট হওয়ার পরেই দ্রুত আরো ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা।
পরে আরো দুই উইকেট হারালেও রায়ান বার্ল ও তাশিংগা মুশেকিওয়া দুটি বিশোর্ধ্ব ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। মুশেকিওয়ার ২১ রানের বিপরীতে ২০ রানে অপরাজিত থাকেন বার্ল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুশমন্থ চামিরা। জিম্বাবুয়ের এই জয়ে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। একই ভেন্যুতে এই ম্যাচটি হবে আগামীকাল।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে আটবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় জয় পেল জিম্বাবুয়ে। প্রথমটি ছিল ২০২৪ সালের জানুয়ারিতে, কলম্বোয় ৪ উইকেটের জয়। এবারের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল জিম্বাবুয়ে। প্রথমটি তারা হেরেছিল ৪ উইকেটে।
বিডি প্রতিদিন/নাজিম