ফেনীর ছাগলনাইয়া থেকে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের জানান, লাশটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে লুঙ্গি ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ