মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক রাতে পাঁচটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার জান্না দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাতরা উপজেলার জান্না দক্ষিণ পাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে হযরত অালীর বড়িতে হানা দিয়ে দুইটি মোবাইল ফোন, মৃত হোসেন অালীর ছেলে অা. কুদ্দুসের বাড়ি থেকে একটি মোবাইল ও পাঁচ হাজার টাকা, দুই ভরি রুপা ও স্বর্ণের কানের দুল, নুর মোহাম্মদের ছেলে অাশু মিয়ার বাড়ি থেকে সাত ভরি রুপা ও এক ভরি স্বর্ণ, মৃত সহিম উদ্দিনের ছেলে সাজাহানের বাড়ি থেকে সাত ভরি রুপা, সাড়ে চার অানা স্বর্ণ, ৩৫০০টাকা ও একটি মোবাইল, মৃত জিগির অালীর ছেলে নুর মোহাম্মদের বাড়ি থেকে চার হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলেও তিনটি বাড়ি একই পরিবারের।
বিডি-প্রতিদিন/এস আহমেদ