সাতক্ষীরার তালা উপজেলায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তালা উপজেলার মুড়কুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (২৮) এর নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, একটি ইজিবাইক যাত্রী নিয়ে নওয়াপাড়া থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে মির্জাপুর বাজারে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও পাঁচজন।
নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম