শনিবার সকালে বণার্ঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ভোটমারি এসসি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্বরণিকায় বানী দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সকালে এক বণার্ঢ্য র্যালির মাধ্যমে দিনের কার্য দিবস শুরু করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন সমাজকল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। পরে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শতবর্ষপূতি উৎযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের, উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ, উপজেলা নিবার্হী অফিসার শাহীনুর আলম ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুর ইসলাম নুরু।
উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯১৫ সালে স্থাপিত হয়। শতবর্ষ পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিদ্যালয়টি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ