দিনাজপুরে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও গরু বিতরণ করা হয়েছে।
শনিবার বিরল উপজেলার চক কাঞ্চন এলাকায় দারিদ্র নিরসন ও সমাজ উন্নয়ন সংস্থা (ডিএনএসইউএস) এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকা’র সহযোগিতায় এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ৭ জন নারীকে সেলাই মেশিন ও ৪ জনকে বিনামূল্যে গরু প্রদান করেন।
সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ মুহাঃ মোহসীন আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ প্রফেসর এম এ জব্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চেহেলগাজী কলেজের প্রভাষক ও সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা মাকসুদা আক্তার মুকু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সেলাই মেশিন প্রশিক্ষক মর্জিনা বেগম।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/হিমেল