আশুলিয়ার মরাগাঙ এলাকায় দু'টি বাস ও একটি ট্রাক ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে আব্দুল্লাহপুর-বাইপাল মহাসড়ক মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আশুলিয়ার ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক পরিদর্শক শাহরিয়ার জানান, মরাগাঙ এলাকায় দু'টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। বাস দুটি রাস্তার দুইপাশে পড়ে আছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ